ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৪:১৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৭:০১

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। 

নিহতরা হলেন- পিকআপের হেলপার শহিদুল ইসলাম ও বায়োজিদ বোস্তামী। শহিদুল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। বায়েজিদ বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের এনামুলের ছেলে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। যানটি এলেঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুই জন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×