ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার অভিযোগে আটক যুবক হাজতে

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার অভিযোগে আটক যুবক হাজতে

যুবকের ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বঙ্গবন্ধুর ম্যুরাল- সমকাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৯:০৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার অভিযোগে আটক নুর আলমের (৩৫) নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে পীরগঞ্জ থানার এসআই সাধন চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শনিবার সকালে পুলিশ নুর আলমকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে নুর আলম পৌর শহরের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলস্ আঘাত করতে শুরু করেন। এ সময় উপস্থিত লোকজন তাকে নিভৃত করার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে। ইটের আঘাতে ম্যুরালের পূর্ব অংশের তিনটি টাইলস্ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ইউএনও রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ ও রানীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন বঙ্গবন্ধু ম্যুরাল পরিদর্শন করেন। ওই দিন রাতেই ম্যুরালের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়।

আরও পড়ুন

×