ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে আটকরা- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০৯:২২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ | ১১:০৭

বগুড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে অটোরিকশা চালকসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। 

অভিযুক্তরা হলো- বগুড়া সদরের তেলিহারা বালুপাড়ার আবদুল কাদেরের ছেলে জিসান ইসলাম সাগর (১৯), একই এলাকার খাজা মিয়ার দুই ছেলে মুক্তার হোসেন (২৮) ও মুসা মিয়া (২৪) এবং আশোকোলা পূর্বপাড়ার মৃত আবদুল জব্বারের ছেলে অটোরিকশা চালক নুরুন্নবী (২৫)।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ১৩ বছরের ওই ছাত্রীকে গত ২৯ ডিসেম্বর অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা শনিবার মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল জিসান। ঘটনার দিন সন্ধ্যায় তার মেয়েকে বাড়ির পাশ থেকে জিসান দুই সহযোগী মুক্তার ও মুসার সহায়তায় অপহরণ করে নুরুন্নবীর অটোরিকশায় তুলে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেয়েটিকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়। আসামিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×