ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে ওষুধের আড়ালে ইয়াবা সরবরাহ

চট্টগ্রামে ওষুধের আড়ালে ইয়াবা সরবরাহ

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ১০:০২

চট্টগ্রামে ওষুধ সরবরাহের আড়ালে ইয়াবা সরবরাহের অভিযোগে মো. নাসির উদ্দিন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ‘অর্গানিক হেলথ কেয়ার’ নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহকারী টেকনাফের দুই বাসিন্দাকে একমাস আগে গ্রেপ্তার করা হয়। তাদের সেই চক্রের একজন অন্যতম সদস্য নাসির। কয়েক বছর ধরে ওষুধ সরবরাহের আড়ালে নাসির ইয়াবা পাচারের কাজ শুরু করে।

ওসি বলেন, গ্রেপ্তার হওয়া দুইজনের একজন ফোরকান আদালতে দেওয়া জবানবন্দিতে নাসিরের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করার কথা জানায়। তার তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রাম থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। চক্রটি টেকনাফের পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা থেকেও ইয়াবা সংগ্রহ করত। আনোয়ারা এলাকায় ট্রলারে করে আসা ইয়াবা সংগ্রহ করে তা নগরের শাহ আমানত সেতু পর্যন্ত নিয়ে আসার কাজটি করত নাসির। পরে চক্রটি নাসিরের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে নিত। নাসিরকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ইয়াবার সঙ্গে জড়িত এ চক্রটির সঙ্গে বাস চালক থেকে অনেকেই জড়িত আছেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত নাসিরসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

×