সালিশি বৈঠকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রংপুর অফিস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৩:৪৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৪:৫৭
রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা আদায়ের সালিশি বৈঠকে আব্দুল হালিম সরকার (৫৮) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাতে উপজেলার তিস্তা নদীর চর মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম সরকার হারাগাছের মালা বিড়ি ফ্যাক্টরির মালিক। তিনি পাইকারটারী গ্রামের মৃত সমছ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, লালমনিরহাটের তিস্তা চরের মিলন বাজার এলাকার মজিবরের কাছে তামাক বিক্রির ১৩ লাখ টাকা পেতেন হারাগাছ দর্জিপাড়ার চান মিয়া। দেড় মাস আগে এক বৈঠকে মজিবর ৫ জানুয়ারি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং লিখিত অঙ্গীকারনামাও করেন। এরপর নির্ধারিত দিন অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেই টাকা আদায়ের জন্য চান মিয়া নিহত আব্দুল হালিম সরকারসহ আরও ৪-৫ জনকে সাথে নিয়ে হারাগাছের টাঙরীর বাজারে গেলে প্রতিপক্ষের মজিবর, তার সমর্থক ফজলু, এলফাত, রতনসহ আরও ২০-২৫ জন যুবক তাদের নিয়ে বৈঠকে বসেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে পরে বৈঠকটি বসে স্থানীয় এলফাত মেম্বারের বাসায়। সেখানে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী আব্দুল হালিমকে বেধড়ক মারপিট করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হালিমের মৃত্যু হয়।
নিহতের ছেলে মোহন মিয়া জানান, মঙ্গলবার রাতে একটি বাড়িতে সালিশি বৈঠকে বাবাও ছিলেন। বাবার তোলা একটি প্রস্তাবকে নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়। আমি ওই সালিশি বৈঠকে গিয়ে হট্টগোল বন্ধ করার অনুরোধ করার পরও মজিবরের দলের ফজু ও ফজলু নামে দু’জন আমার বাবাকে টার্গেট করে মারধর করে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল লালমনিরহাট হওয়ায় সদর থানায় মামলা হয়েছে।
- বিষয় :
- রংপুর
- পিটিয়ে হত্যা
- ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা