ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কলমাকান্দায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, গ্রেফতার ১

কলমাকান্দায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, গ্রেফতার ১

গ্রেফতার আলমগীর -সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ২০:৫০

নেত্রকোণার কলমাকান্দায় কষ্টিপাথরসহ পাচারকারী চক্রের সদস্য মো. আলমগীর (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার আলমগীর  (১৯) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয় টাক্কার ব্রিজ এলাকার মৃত শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্তে ওসি মো. মাজহারুল করিমের নেতৃত্বে একটি পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর বাজার বাবুলের বাড়িতে তার ভাড়াটিয়া নয়েল সরকারের (৩৮) রুমে অভিযান চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ডিম্বাকৃতির কষ্টি পাথর উদ্ধার করে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ সময় কষ্টিপাথর কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত মো. আলমগীরকে (১৯) গ্রেফতার করা হয়। 

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গ্রেফতার আলমগীরসহ অন্যরা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা কষ্টিপাথর বিক্রির কথা বলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে কষ্টিপাথরসহ তাকে গ্রেফতার করে।  

তিনি আরও জানান, ওই সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কষ্টিপাথর পাচারকারী চক্রের মূলহোতা নয়েল সরকারসহ অন্যান্য সদস্য পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। শনিবার সকালে আলমগীরকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×