ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধামরাইয়ে বাসচাপায় শিক্ষক নিহত

ধামরাইয়ে বাসচাপায় শিক্ষক নিহত

প্রতীকী ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ০৮:৩৮

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় আরিফুর রহমান নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুর রহমান (৩৫) ধামরাইয়ের বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।

নিহতের ছোট ভাই তারিফ হোসেন জানান, শনিবার স্কুল থেকে মোটরসাইকেলযোগে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়ায় দ্রুতগতির একটি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন শিক্ষক আরিফুর রহমান।

সাভার হাইওয়ে থানার এসআই আবদুর রহিম জানান, বাসের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে। আর শিক্ষকের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন

×