ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউএনও'র ছাদ বাগান উদ্বোধন করলেন ডিসি

ইউএনও'র ছাদ বাগান উদ্বোধন করলেন ডিসি

বাগানের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক -সমকাল

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৯:২৬

ইট-পাথরের নাগরিক সভ্যতায় দিনকে দিন হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছেন বাগান। তেমনি একজন প্রকৃতিপ্রেমী জামালপুরের বকশীগঞ্জের ইউএনও মুনমুন জাহান লিজা। তিনি বকশীগঞ্জ উপজেলা পরিষদের ছাদে “ছায়া সবুজ” নামে নান্দনিক এক বাগান করেছেন। ছাদটি দেখে মনে হয় এ যেনো এক টুকরো নির্মল উদ্যান। 

সোমবার দুপুরে আনুষ্ঠানিক বাগানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। একই সময়ে পরিষদে সেবা নিতে আসা নারীদের জন্য নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করেন তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাস, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, বকশীগঞ্জে যোগদানের পরই ছাদ বাগান তৈরির উদ্যোগ নেন ইউএনও। ছাদের টবে কুল, লেবু, কমলা, মাল্টা, করমচা ,জামরুল, ডালিম, আম, লিচু, পেয়ারা, জলপাই, কামরাঙা, জাম্বুরা, আমড়া, বিদেশী কাঁচা মরিচ, লাউ, গোলাপ, গাঁদাফুলসহ প্রায় শতাধিক প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে। নিয়মিত পরিচর্চায় দ্রুত বেড়ে উঠছে ফুল ও ফলের গাছ। ইতোমধ্যে বিভিন্ন গাছে ফল ধরা শুরু হয়েছে। 


আরও পড়ুন

×