সীমান্তের শূন্য রেখায় বিএসএফের বেড়া নির্মাণ আটকে দিল বিজিবি

ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ১০:৫৫
মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তের বটুলী এলাকার ওপারে বিধি লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের আয়োজন আটকে দিয়েছে বিজিবি। এরপর ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বুধবার জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিয়ানীবাজারের বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ মোবাইল ফোনে বলেন, জুড়ীর বটুলী সীমান্তের ওপারে ভারতের ধর্মনগরের রাঘনা এলাকার শূন্য লাইনের ভেতরে বিধি ভঙ্গ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা বেড়া তৈরির কাজ বন্ধ রাখলেও নির্মাণসামগ্রী সরানো হয়নি।
- বিষয় :
- বিজিবি
- সীমান্তের শূন্য রেখা