ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কেরাণীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

কেরাণীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ১৩:৪১

ঢাকার কেরাণীগঞ্জে জুনিয়র-সিনিয়র নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক কিশোর খুন হয়েছেন। তার নাম সানজু মিয়া (১৫)। 

শনিবার মধ্যরাতে কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মীর্জা পাড়ায় এই ঘটনা ঘটে।

একই ঘটনায় সানজু গ্রুপের নাইম (১৬), আলভী(১৪) ও রোহানসহ আরও ৪ জন আহত হয়। একই ঘটনায় অপর গ্রুপের দু'জন মারাত্মক জখম হয়। তারা হলেন- রবিউল (১৪) ও রবিন (২৪)। সংকটপন্ন অবস্থায় রাতেই পুলিশ হেফাজতে তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জানা গেছে, ব্যাডমিন্টন খেলার সময় প্রথমে জুনিয়র-সিনিয়র দিয়ে কথা কাটকাটি হয়। এরপর তা হাতাহাতিদে রূপ নেয়। এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এসময় তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে।

মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তাক্ত অবস্থায় সানজুকে মিটফোর্ড হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। চাকু দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। সানজুর স্বজনের বিলাপে রাতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছিল।

এ ব্যাপারে জানতে কেরাণীগঞ্জ মডেল থানার ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি থানার ডিউটি অফিসারের নম্বর বন্ধ পাওয়া গেছে।


আরও পড়ুন

×