ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুবির বহিষ্কৃত ২ শিক্ষার্থীর আমরণ অনশন শুরু

খুবির বহিষ্কৃত ২ শিক্ষার্থীর আমরণ অনশন শুরু

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ১০:০৪

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল ইসলাম ও বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। রোববার সন্ধ্যা ৭টা থেকে খুবির প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। 

বহিষ্কৃত ২ শিক্ষার্থীর দাবি, ৫ দফা দাবিতে গত বছর ১ ও ২ জানুয়ারি শিক্ষার্থীরা যে আন্দোলন করে, সেই আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন। সে কারণে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বছর পর গত ৩১ ডিসেম্বর ইমামুলকে ২ বছর ও নোমানকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।

তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক মো. রকিবুল হাসান সিদ্দিকী বলেন, ২ জন শিক্ষকের পথ আটকিয়ে তাদের সাথে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ শিক্ষার্থীর অনশনের খবর তিনি শুনেছেন, তিনি প্রশাসনিক ভবনের সামনে যাচ্ছেন। 

আরও পড়ুন

×