ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বক্স

কিশোরগঞ্জে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বক্স

ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ -সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৯:৪৭

কিশোরগঞ্জ জেলা শহরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পুরান থানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক, ট্রাফিক ইন্সপেক্টর একেএম ইয়াকুবসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন।

এর আগে শহরের গাইটাল বটতলা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়।

আরও পড়ুন

×