ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার বেলাল হোসেন

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ২০:৫০

রাজশাহীতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে পিটিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোরের হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম বেলাল হোসেন। একটি বাসে ঢাকা যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঘোড়া চত্বরে হামলার শিকার হন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন বিপুল। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই যুবক সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কাঠের চলা দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয় বলে পুলিশ জানায়।


আরও পড়ুন

×