ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে একটি ফেরি -সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০০:০০

পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে পাটুরিয়া থেকে যানবাহন নিয়ে খানজাহান আলীসহ ৪টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। বাকি ফেরিগুলোও যানবাহন নিয়ে ঘাটের উভয় পাশে নোঙর করে বসে থাকতে বাধ্য হয়। এসময় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। রোববার সকাল ১০টায় আবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বিপুল সংখ্যক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

×