ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ কিশোরের মৃত্যু

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ কিশোরের মৃত্যু

ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০০:৫১

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। 

মৃতরা হলেন- মনছুর আলম (১৭) ও হুমায়ুন কবির (১৪)।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে ৬/৭টি বন্য হাতি উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার এলাকার কোণা পাড়ার একটি বসতবাড়িতে আক্রমণ করে। মনছুর ও হুমায়ুন নামের ওই দুই কিশোর হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে পদতলে পিষ্ট হয়ে মারা যায়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত ব্যক্তিকে চকোরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×