ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৭

আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৭

হামলায় আহত এক পুলিশ সদস্য

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৩:২৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৪:৫০

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। 

রোববার গভীর রাতে পিরোজপুরের পৌরসভার কুমারখালী এলাকায় হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ  জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনার ঘটে। রোববার  রাত ২টার দিকে পুলিশ ওই চুরির মামলার আসামি মেহেদী হাসান শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এসময় আসামির নেতৃত্বে ১০/১২ জন পুলিশের উপর হামলা চালায়। এতে ওই অভিযানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। হামলায় গুরুতর আহত দুই পুলিশ  সদস্য  জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুরসদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় পিরোজপুর থানার এসআই মাহাদুদুর ইসলাম বাদী হয়ে ১৬ জন নামীয়সহ আরও ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশের অভিযান চলছে।



আরও পড়ুন

×