ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রতারণার অভিযোগে খুলনায় র‌্যাবের হাতে আটক ৩

প্রতারণার অভিযোগে খুলনায় র‌্যাবের হাতে আটক ৩

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৫:৫৫

ভুয়া কোম্পানি তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব-০৬।  

রোববার রাত সাড়ে ১২টায় নগরীর লবণচরা থানার মোক্তার বাজার এলাকা থেকে তাদের ৩ জনকে আটক করে। তারা 'হেল্পিং পাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ' নামের একটি সংগঠন খুলে টাকা সংগ্রহ করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন- নগরীর সিদ্দিকিয়া মহলতা সোনার বাংলা ৫নং গলির (আনোয়ার ফকিরের বাড়ির ভাড়াটিয়া) মো. ইব্রাহিম, লবণচরার সাচিবুনিয়া ওয়াজেদ নগর (রাজিব এর বাড়ির ভাড়াটিয়া) একেএম সাদেকুর রহমান আসাদ ও নগরীর খালিশপুর থানার চিত্রালী সুপার মার্কেট এলাকার মো. সেলিম আকন।

এ সময় তাদের কাছ থেকে ৬০টি ভুয়া সদস্য কার্ড, ২০টি ফরম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেল্পিং পাওয়ার কো-অপারেটিভ সোসাইটির সদস্য হতে প্রাথমিকভাবে ৫৩০ টাকা অগ্রিম প্রদান করতে হয়। সদস্য পদ লাভের পর ৬ মাস ও বার্ষিক ভিত্তিতে মোটা অঙ্কের টাকা সদস্যদের মাঝে প্রদান করা হবে বলে প্রলোভন দেখানো হয়। নতুন সদস্য এনে তাদের ফাউন্ডেশনে যোগদান করালে তাদের কমিশন দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ করলে কোম্পানির কোনো কাগজ দেখাতে পারেনি তারা। 

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

×