বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার: এমপি জ্যাকব

সোমবার ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি- সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৯:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ১৬:২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের উন্নয়নে এক ও অদ্বিতীয় রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বের কাছে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের এই জাদুকর।
সোমবার ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। তার প্রচেষ্টায় সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা থেকে বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও। করোনাকালেও উন্নয়ন থেমে থাকেনি। গৃহহীন ও ভূমিহীনদের পাকা ঘর দেওয়া এর বাস্তব প্রমাণ। এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।
- বিষয় :
- চরফ্যাসন
- এমপি জ্যাকব