বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

মদন(নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৪:৩৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ | ০৫:২৭
নেত্রকোনার মদনে চাচাতো বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে (১০) ধর্ষণ করার অভিযোগে মদন থানায় মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে বুধবার রাতে জাকিম মিয়া (২২) নামে এক যুবককে আসামি করে মামলাটি দায়ের করেন। জাকিম মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের সমুজ মিয়ার ছেলে।
এদিকে বৃহস্পতিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, জাকিম মিয়া ভুক্তভোগী শিশুটির চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নির্যাতিত শিশুটির বাবা তাতে অসম্মতি জানান। এক মাস আগে চাচাতো বোনকে অন্যত্র বিয়ে দেওয়ার পর থেকেই জাকিম শিশুটির পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন। গত বৃহস্পতিবার রাতে ওই মেয়েটির বাবা বোরো জমিতে সেচ দিতে হাওরে চলে গেলে জাকিমসহ ৩/৪ জন তাদের ঘরে ঢুকে শিশুটির মুখে কাপড়চাপা দিয়ে বাড়ির সামনে পতিত জমিতে নিয়ে যায়। সেখানে জাকিম শিশুটিকে ধর্ষণের পর অচেতন অবস্থায় ফেলে যান। পরে বাবা জমিতে সেচ দিয়ে বাড়ি ফেরার সময় মেয়েকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। জ্ঞান ফিরলে শিশুটি ধর্ষণের ঘটনা পরিবারের লোকজনকে খুলে বলে।এই ঘটনার পর থেকে কাউকে কিছু না বলতে মেয়েটির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো জাকিমের পরিবারের লোকজন। বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে জাকিমকে আসামি করে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা জাকিমকে আসামি করে বুধবার রাতে থানায় মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ধর্ষণ
- নেত্রকোনা
- শিশু ধর্ষণ
- মদন উপজেলা