শিমুলিয়ায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চলল ফেরি

পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুইপাড়ে আটকে পড়ে ৯ শতাধিক গাড়ি। ছবি: সমকাল
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০০:১৯
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ঘনকুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর (শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত) শুরু হয়েছে ফেরি চলাচল৷ শেষরাত থেকে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘনকুয়াশার কারণে কাছে থাকা কিছুও দেখা যাচ্ছিল না। তাই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।'
তিনি আরও বলেন, '৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুইপাড়ে অন্তত নয় শতাধিক ছোটবড় গাড়ি পারাপাারের অপেক্ষায় আটকা পড়ে। এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পরে সকাল ১০ টার দিকে ফেরি ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।'