কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৭:২২
চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট রেল সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুর উপরে চট্টগ্রাম থেকে দোহাজারীগামী ট্রেনে কাটা পড়েন তিনি।
ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পুরো শরীর বিকৃত হয়ে গেছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
- বিষয় :
- চট্টগ্রাম
- ট্রেনে কাটা পড়ে নিহত
- কালুরঘাট