ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় ঢাকার ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় ঢাকার ব্যবসায়ী কারাগারে

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:১৭

চট্টগ্রামে মানি লন্ডারিং ও জালিয়াতি করে বন্দর থেকে পণ্য খালাসের মামলায় কাইয়ুম মিয়া নামে ঢাকার এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

ব্যবসায়ী কাইয়ুম ঢাকার ইর্ষ্টান মল্লিকা শপিং কমপ্লেপ্রের 'হংকং সেল' ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্বাধীকারি। ঢাকার আদাবরের জনতা হাউজিং এক নম্বর রাস্তার এবি ৭/৮ নম্বর বাড়ির প্রয়াত রানক মিয়ার ছেলে তিনি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নগরীর বন্দর থানায় পাঁচ জন আসামির বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে খালাসের চেষ্টায় মানি লন্ডারিং ও জালিয়াতির ঘটনায় মামলা করেন কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা মো. মোতাহার হোসেন। সেই মামলার প্রধান আসামি কাইয়ুম মিয়া বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমদানিকারক মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির মাধ্যমে বন্দরের ২ নম্বর ইয়ার্ডের ভিন্ন একটি কনন্টেইনারের পণ্য খালাসের চেষ্টা করে সরকারের রাজস্ব ফাঁকির আশ্রয় নেন আসামিরা। তারা ৪ হাজার ৯২০ কেজি বিভিন্ন পণ্য ঘোষণা দিয়ে মোর্ট ১৪ হাজার ৪৭৩ কেজি পণ্য নিয়ে আসেন। যা ঘোষণার চেয়ে ৯ হাজার ৫৫৩ কেজি বেশি ছিল। ঘোষণার চেয়ে ৮১ শতাংশ বেশি পণ্য আমদানি করা হয়। পণ্যগুলোর মধ্যে ছিল হেমার, হেং ইউদাউট ব্রেকিং, পিলার, উইন্ডো ব্রাশ, স্ক্রু ড্রাইভার।



আরও পড়ুন

×