ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেঝেতে পড়ে ছিল গলায় ওড়না পেঁচানো গৃহবধূর নিথর দেহ

মেঝেতে পড়ে ছিল গলায় ওড়না পেঁচানো গৃহবধূর নিথর দেহ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১৫

চট্টগ্রামে একটি বাসা থেকে আমেনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নগরের ডবলমুরিং থানার আসকারাবাদ মেমগলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিম্বুলা গ্রামের বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ রমজান পেশায় সিএনজি অটোরিকশা চালক। পাঁচমাস আগে মেমগলির আজাদের মালিকানাধীন বাসা ভাড়া নেন এই দম্পতি।

প্রতিবেশীরা জানায়, রোববার রাতে স্বামীর সঙ্গে আমেনার ঝগড়ার শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। সকালে বাসা থেকে বের হয়ে যান রমজান। দুপুরের দিকে আমেনাদের ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় আশপাশের বাসার লোকজন। পরে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখেন- আমেনা মেঝেতে পড়ে আছে। তার গলায় ওড়না পেঁচানো। এ সময় ফ্যানের সঙ্গে ঝুঁলছিল রশি।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×