ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজশাহী বিভাগে পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা

রাজশাহী বিভাগে পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা

প্রধান অতিথির সঙ্গে জয়িতা পুরস্কারপ্রাপ্তরা-সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৩৯ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৭

রাজশাহীতে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৯' শীর্ষক বিভাগীয় পর্যায়ের জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 

রাজশাহী বিভাগে ৫টি ক্যাটাগরিতে ৫জনকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়। সবমিলিয়ে বিভাগে মোট ৪০জন জয়িতাকে পুরস্কৃত করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এই পুরস্কার দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

আরও পড়ুন

×