চাকরি প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৩৫
নারায়ণগঞ্জের বন্দরে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় একজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা সমকালকে বলেন, বন্দরের পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার ওই গৃহবধূ মঙ্গলবার মদনপুর এলাকায় ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টের গেটে অন্যান্য চাকরি প্রার্থীদের সঙ্গে অপেক্ষা করছিলেন। ওই সময় এক ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী আল বারাকা হাসপাতাল সংলগ্ন আলাউদ্দিনের মালিকানাধীন পরিত্যক্ত একটি সেমিপাকা ঘরে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে।
তিনি জানান, এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে পাশের হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী এসে স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বুধবার ওই গৃহবধূ বন্দর থানায় মামলা করেন।