বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা

পাবনা অফিস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪৭
পাবনা সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার আতাইকান্দা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমিরুল ইসলামের (৩২) বাড়ি কাথুলিয়া গ্রামে।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, আতাইকান্দা বাজারে আমিরুলসহ আরও কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একদল সশস্ত্র ব্যক্তি এসে আমিরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অন্যরা আতঙ্কে দিজ্ঞ্বিদিক ছুটে পালান। কিন্তু আমিরুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাটি দুর্গম। কারা এই হত্যাকাণ্ডে জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর ধারণা, বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পরপর তিনটি গুলি করে হত্যা করা হয় আমিরুলকে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদের বিরোধ চলে আসছে। সুলতান গ্রুপের লোক ছিলেন আমিরুল।
আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বলেন, আমিরুল দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রাজনীতি করে আসছে, সে একজন নিরীহ মানুষ। তাকে হত্যা মেনে নেওয়া যায় না।
- বিষয় :
- পাবনা
- প্রকাশ্যে গুলি