ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএসএফের ফেরত দেওয়া পুলিশ সদস্যসহ চারজনের নামে মামলা

বিএসএফের ফেরত দেওয়া পুলিশ সদস্যসহ চারজনের নামে মামলা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫৭

পঞ্চগড়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের ফেরত দেওয়া পুলিশ সদস্য ওমর ফারুকসহ চারজনের নামে মামলা করেছে পুলিশ।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পুলিশ লাইনসে কর্মরত এএসআই মোশারফ হোসেন ও পুলিশ সদস্য ওমর ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চারজনের নামে একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মমিনপাড়া এলাকার আমিরুল ইসলাম (৪৫) ও মাসুদ।
সোমবার সন্ধ্যায় ওই সীমান্ত এলাকায় ৭৫৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে পুলিশ সদস্য ওমর ফারুককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, পুলিশ সদস্য ওমর ফারুকের সঙ্গে পুলিশ লাইন্সে কর্মরত এএসআই মোশারফ হোসেন, মমিনপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ও মাসুদ নামে এক ব্যক্তি ছিলেন। সোমবার রাতেই তাদের নামে একটি মামলা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, পতাকা বৈঠকের মধ্যেমে বিএসএফের ফেরত দেওয়া ওমর ফারুক নামে ওই ব্যক্তি পুলিশ সদস্য হওয়ায় আমরা তাকে পুলিশের হাতেই তুলে দিয়েছি। পুলিশ বিষয়টি বিভাগীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।।


আরও পড়ুন

×