ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যান চালকের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যান চালকের

প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০২:৩০

মাগুরায় পিকআপের ধাক্কায় সালাম বিশ্বাস (৮০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম বিশ্বাস জেলার সদর উপজেলার বরুনাতৈল পশ্চিম ব্যাপারী পাড়া গ্রামের মৃত নবু আলীর ছেলে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন দাস জানান, পিকআপটি ফরিদপুরের আটরশি থেকে কুষ্টিয়ার ফেরার পথে মাগুরা শহরতলীর পারন্দুয়ালী এলাকায় বিপরীতমুখী একটি ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সালাম বিশ্বাস নিহত হন।

এসআই রিপন বলেন, চালক পালিয়ে গেলেও পুলিশ পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×