ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভাতের প্লেটে চুল, স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল স্বামী

ভাতের প্লেটে চুল, স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল স্বামী

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৫:৩৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ | ০৫:৪২

ভাতের প্লেটে চুল পেয়ে স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী। সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বামী বাবুল মিয়াকে বাড়ি থেকে আটক করেছে পুলিশ। বাবুল ওই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

আটক বাবুল মিয়া। ছবি: সমকাল

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খাঁন জানান, স্ত্রী আরজিনা বেগমকে প্রায়ই নির্যাতন করতেন বাবুল মিয়া। সোমবার দুপুরে ভাত খাওয়ার সময় প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করেন বাবুল। এর এক পর্যায়ে হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেন তিনি। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাবলুকে আটক করা হয়। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



আরও পড়ুন

×