ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সোমবার রায় ঘোষণার জন্য ওহিদ বিশ্বাসকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাজির করা হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৬:৪০

ফরিদপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় ওহিদ বিশ্বাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৬ নভেম্বর সকালে ওই শিশুকে প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে নিয়ে ধর্ষণ করেন ওহিদ বিশ্বাস। শিশুটির চিৎকারে তার মা গিয়ে ওহিদকে পালিয়ে যেতে দেখেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর ওই রাতে ওহিদকে আটক করে পুলিশ। মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় দেন।


আরও পড়ুন

×