ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরগুনায় রিফাত হত্যা: আরেক আসামির আত্মসমর্পণ

বরগুনায় রিফাত হত্যা: আরেক আসামির আত্মসমর্পণ

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৮:২১

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরও এক পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। এখনও তিন আসামি পলাতক রয়েছে।

সোমবার সকালে মামলার ১০ নম্বর আসামি সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুল্লাহ (১৭) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী তাকে শিশু আদালতে প্রেরণ করেন।

এদিন দুপুরে শিশু আদালতে মহিব্বুল্লাহর পক্ষে জামিন আবেদন করা হলে, বিচারক হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার আরও চার আসামি আত্মসমর্পণ করেছিল। এ ছাড়া গত ২ অক্টোবর আসামি মারুফ মল্লিক আত্মসমর্পণ করে। আসামি মো. মুসা (২২), মো. নাইম (১৭) ও রাকিবুল হাসান নিয়ামত (১৫) এখনও পলাতক রয়েছে। এ ছাড়া রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ মামলার পলাতক আট অভিযুক্তের মালপত্র ক্রোকের নির্দেশ দেন। গত ২৬ জুন সকালে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। এ মামলার ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন

×