ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

রেজাউল করিমের মৃত্যুর পর তার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১ | ০৪:২২

জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রেজাউল করিম একই গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে প্রতিবেশী আব্দুল আলীমের সঙ্গে রেজাউল করিমের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পাশে থাকা একটি লাঠি হাতে নিয়ে আলীম রেজাউলের মাথায় সজোরে আঘাত করেন। এ অবস্থায় স্থানীয়রা গুরুতর আহত রেজাউলকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে চিকিৎসকরা বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার দুপুরে তিনি মারা যান। 

এ ব্যাপারে শুক্রবার রেজাউলের ভাই মোস্তাফিজুর রহমান থানায় অভিযোগ করেন। এই অভিযোগকে হত্যা মামলা হিসেবে আমলে নেওয়ার পর ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।








আরও পড়ুন

×