ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে ২৪ হাজার ৬৯০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ

ফরিদপুরে ২৪ হাজার ৬৯০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ মে ২০২১ | ০১:৫১

ফরিদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর হামিদনগর উচ্চ বিদ্যালয় মাঠে অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা ও সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ চৌধুরী বারী, পিআইও নুরুন নাহার বেগম, ট্যাগ অফিসার মো. হাসিবুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ হাজার ৬৯০ জন মানুষের প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ১ কোটি ১১লাখ টাকা বিতরণ করা হয়েছে।


আরও পড়ুন

×