ফরিদপুরে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর অফিস
প্রকাশ: ১২ মে ২০২১ | ০৩:২২
ফরিদপুরের নদী ভাঙ্গন কবলিত ও চরাঞ্চলের হত দরিদ্র ও করোনার কারণে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)।
বুধবার সকালে শহর তলীর টেপুরাকান্দি এলাকায় এফডিএ কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক মো. আজাহারুল ইসলাম।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, দুধ ১প্যাকেট, সেমাই ১ প্যাকেট ও ১লিটার তেল।
- বিষয় :
- ফরিদপুর
- খাদ্য সামগ্রী বিতরণ