ভারতে আটকেপড়া ৪৩ জন ফিরলেন দুই স্থলবন্দর দিয়ে

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফেরা বাংলাদেশিরা। ছবি: সমকাল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ও হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৯ মে ২০২১ | ০৮:৪১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া ৪৩ বাংলাদেশি নাগরিক। বুধবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন ২৪ জন এবং হিলি দিয়ে ফেরেন ১৯ জন।
সোনামসজিদ দিয়ে ভারতফেরতদের শিবগঞ্জ উপজেলার সরকারি ডাকবাংলো ও সদর উপজেলার একটি আবাসিক হোটেলে এবং ক্যান্সার আক্রান্ত তিন রোগীকে সদর আধুনিক হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফেরত আসা যাত্রীরা জানান, চিকিৎসার জন্য তারা ভারতে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে শিবগঞ্জ ইউএনও সাকিব আল রাব্বি জানান, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দেশে ফেরত আসা ২৪ যাত্রীকে সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারতফেরতদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ১৯ বাংলাদেশি দেশে ফিরলে তাদের করোনা পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্থানীয় তিনটি আবাসিক হোটেলে তাদের ১৭ জনকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে এবং একজন ক্যান্সার রোগীসহ দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, করোনার কারণে গত ১২ মার্চ সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত ১৯ পাসপোর্ট যাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে এসেছেন।
এই বাংলাদেশিরা গত ১৬ মে দেশে আসার অনুমতি পেলেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সরকারি কোনো অনুমতি না থাকায় তারা দেশে ফিরতে পারবেন না।