বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষি শ্রমিকের

প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২১ | ১০:০৯
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল হান্নান (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামের পারেজ আলীর ছেলে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাকুরাই মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, টাকুরাই মাঠে কৃষক জমসেদ আলীর জমিতে আব্দুল হান্নানসহ পাঁচ শ্রমিক ধান কাটার সময় বৃষ্টি নামে। এ সময় বজ্রপাত হলে আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান। অন্য শ্রমিকরা অক্ষত আছেন।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
- বিষয় :
- বগুড়া
- বজ্রপাত
- কৃষি শ্রমিক
- বজ্রপাতে মৃত্যু