আশুলিয়ায় চলন্ত বাসে তরুণী ধর্ষণ, ৫ আসামি তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৯ মে ২০২১ | ০৬:০৯
আশুলিয়ায় চলন্ত মিনিবাসে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ছয় আসামির মধ্যে ৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ছয় আসামিকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা রিমান্ডের এ আদেশ দেন।
মামলার অন্য আসামি সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার আসামিরা হলেন- ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫), বগুড়ার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) । তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতেন।
- বিষয় :
- তরুণী ধর্ষণ
- বাসে ধর্ষণ
- সংঘবদ্ধ ধর্ষণ