চট্টগ্রামে করোনা পরবর্তী জটিলতায় চিকিৎসকের মৃত্যু

ডক্টর গোলাম মর্তুজা হারুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২১ | ০৮:২৭
চট্টগ্রামে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েও পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় গোলাম মর্তুজা হারুন (৭০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত ১২ মে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
শুক্রবার রাত ৩টার দিকে নগরের বেসরকারি সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
ডা. গোলাম মর্তুজা হারুন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি। তিনি চট্টগ্রামের বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, গত ২২ মে ডা. গোলাম মর্তুজার পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে করোনায় তার ফুসফুসের সংক্রমণ ছিল নিয়ন্ত্রণহীন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায়ও ভুগছিলেন।
ডা. গোলাম মর্তুজা হারুন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিলেট। তিনি দুই দফায় বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাব চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। নগর বিএনপির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর), ড্যাব, শেভরন পরিবারসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। শোক প্রকাশ করেছেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
- বিষয় :
- চিকিৎসকের মৃত্যু
- করোনাভাইরাস
- চট্টগ্রাম