ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাদুল্যাপুরে ১৪৪ ধারা জারি

সাদুল্যাপুরে ১৪৪ ধারা জারি

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২১ | ২৩:০৩

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার সকাল ১০টায় একই সময়ে পাশাপাশি দুটি স্থানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের পক্ষে পৃথক দুটি সভা আহ্বান করায় স্থানীয় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। 

সভা-সমাবেশ নিষিদ্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ শনিবার রাতে ১৪৪ ধারা আইন জারি করে শহরে মাইকিং করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা।

জানা যায়, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব পৃথকভাবে রোববার সকাল ১০টায় দলীয় সভা আহ্বান করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সভা ডেকেছেন দলীয় কার্যালয়ে (শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে) আর সাধারণ সম্পাদক সভা ডেকেছেন শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে। একইদিন একই সময়ে দলীয় সভা আহ্বানকে কেন্দ্র করে হাঙ্গামা বাঁধতে পারে বলে পুলিশ ধারণা করছে। তাই এটিকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সর্তক অবস্থান নেয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, সভাপতি কখনও মিটিং ডাকতে পারে না। উনি দলীয় মিটিং ডেকে কাউকে পত্র দিতে পারেন না। উনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্য কারো প্ররোচনায় এমন মিটিং ডেকেছেন। উনি এটি করতে পারেন না। এ নিয়ে দ্বন্দ্ব বাঁধলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবেন।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার বলেন, এই মিটিং ডাকা আমার সঠিক আছে। আমি যদি আওয়ামীলীগের গঠনতন্ত্রবিরোধী সভা আহ্বান করে থাকি, তাহলে দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মূলত সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই আমি তাদের সঠিকতা বোঝানোর জন্য এই জরুরি সভা আহ্বান করেছি।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, আওয়ামী লীগের দুই পক্ষের একই দিনে একই সময়ে দলীয় সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তাই যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্তক অবস্থানে আছে। এজন্য শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আরও পড়ুন

×