ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৬:২৫

বগুড়ার আদমদীঘিতে শাহনাজ জেসমিন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের মাত্র দুই দিনের ব্যবধানে সান্তাহার ইয়ার্ড কলোনীর একটি বাসা থেকে শান্তা বেগম (২৬) নামের আরও এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

শান্তা বেগম নরসুন্দর সাজ্জাদ আলীর স্ত্রী ও দুই কন্যা সস্তানের জননী।

শান্তা বেগমের প্রতিবেশীরা জানান, সোমবার গভীর রাতে রান্না ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সমকালকে জানান, সোমবার গৃহবধূ শান্তা বেগম স্বামী সন্তানসহ তার পিত্রালয়ে দাওয়াত খেয়ে ইয়ার্ড কলোনী বাসায় আসেন। রাতের খাবার পর তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশীরা শান্তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার নিথর দেহ দ্রুত নামিয়ে ফেলেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার দুপুরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

×