সিলেট-৩ উপ-নির্বাচন: ৬ জনের মনোনয়নপত্র দাখিল

সিলেট-৩ আসনের উপনির্বাচনে রং মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক- ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২১ | ০৭:১২ | আপডেট: ১৫ জুন ২০২১ | ০৯:৩১
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাদের মনোনয়নপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন।
তিনি সমকালকে জানান, তফসিল অনুযায়ী আগামী ১৭ জুন মনোনয়নপত্র বাছাই ও ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
আগামী ২৮ জুলাই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপ-নির্বাচন হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩০৯ জন। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন নারী।
মঙ্গলবার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপির শফি আহমদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া, স্বতন্ত্র ফাহমিদা হোসেন ও স্বতন্ত্র জাহেদুর রহমান মাসুম।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০০১ সালে শফি আহমদ এ আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হন।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ও জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনবার দলীয় মনোনয়ন বঞ্চিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক নেতা হাবিবুর রহমানকে এবার নৌকা প্রতীক পেয়েছেন।
গত ১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পর সিলেট-৩ আসন শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। ২০০৮ সাল থেকে শুরু করে সর্বশেষ তিন নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের সাংসদ কয়েস।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত শফি আহমদ নির্বাচনের জন্য সোমবার দেশে ফিরেন। বিএনপি যেকোনো নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও শফি আহমেদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
- বিষয় :
- উপনির্বাচন
- সিলেট-৩