কক্সবাজার বিমানবন্দর প্রকল্প: ক্ষতিগ্রস্তদের ১১১ কোটি টাকার চেক বিতরণ

কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজার অফিস
প্রকাশ: ১৬ জুন ২০২১ | ০৮:৩৫
কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১১১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৮০২ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এটি একদিনে সবচেয়ে বেশি ক্ষতিপূরণের টাকা বিতরণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। তারা এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ প্রকল্পে ভূমি অধিগ্রহণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি টাকা। এর আগে বিভিন্ন ধাপে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ২০০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
ক্ষতিপূরণের চেক হাতে মো. শাহাবুদ্দীন বলেন, কোথাও কোনো টাকা না দিয়ে স্বচ্ছতার সঙ্গে এ টাকা পেয়েছি। আমি খুব খুশি।
চেক হাতে পেয়ে প্রায় একই কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরও। তিনি বলেন, এ ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আমি সব ধরনের সহযোগিতা পেয়েছি। সবার কাছে আমি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, যারা নিজের জায়গা-জমি ভিটেমাটি দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে প্রশস্ত করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। এ ক্ষতিপূরণের টাকা দীর্ঘদিন ধরে জমা পড়ে ছিল। এখানে মধ্যস্বত্বভোগীর কোনো হাত নেই। আমরা চেষ্টা করেছি, যার টাকা তাকে দিতে। আমরা চাই, আপনারা যারা ক্ষতিগ্রস্ত, আপনাদের টাকা আপনারাই যেন পান। আমরা যে সুবিধা নিইনা, সেই সুবিধাটা যেন মানুষ নিতে পারে। সেবাটা যেন মানুষ পায়।
তিনি বলেন, কী কাগজ দিলে আপনারা ক্ষতিপূরণ পাবেন, তা আপনাদের জানতে হবে। এ বিষয়টি আমরা সহজ করব। সচেতনতার জন্য আমরা লিফলেট তৈরি ও বিতরণ করার উদ্যোগ নিচ্ছি।
কক্সবাজার বিমানবন্দর প্রকল্প পরিচালক, সরকারের উপসচিব শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজার নিয়ে সবসময় চিন্তা করেন। কক্সবাজার বিমানবন্দরকে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। ৩২৩ একর জমি প্রথম পর্যায়ে অধিগ্রহণ করা হয়। আপনারা সবাই উন্নয়ন কার্যক্রম সহযোগিতা করেছেন। এ জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন।
- বিষয় :
- কক্সবাজার
- কক্সবাজার বিমানবন্দর