চাঁদা না পেয়ে অপহরণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপহরণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২১ | ০৭:১০ | আপডেট: ১৭ জুন ২০২১ | ০৯:২৮
চাঁদা না পেয়ে ফুটপাতের দোকানিকে অপহরণের অভিযোগে আবু বকর সিদ্দিক নামে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ কমার্স কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় অপহৃত মো. রিফাতকে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সমকালকে জানান, আবু বকর ফুটপাতে চাঁদাবাজি চক্রের সদস্য। মুন্না নামের সন্ত্রাসী গ্রুপে কাজ করে সে।
মুন্না গ্রুপে পাঁচজন সদস্য রয়েছে যারা আগ্রাবাদ এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে তুলে নিয়ে যায়। শুরুতে মারধর করে যা পায় তা হাতিয়ে নেয়, পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
পুলিশ সুত্র বলা হয়, আগ্রাবাদ বাদামতলী মোড়ের ফুটপাতে ব্যবসা করেন মো. রিফাত। তার কাছে চাঁদা দাবি করে মুন্না বাহিনী। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যায় মুন্না বাহিনীর সদস্যরা। মারধর করে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে তার পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ফোন পেয়ে পরিবারের পক্ষ থেকে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপরও ছেড়ে না দিলে বিষয়টি পুলিশকে জানায় তারা।
পুলিশ অভিযান চালিয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের পরিত্যক্ত প্রাথমিক শিক্ষা ভবনের নিচতলা থেকে রিফাতকে উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবু বকর সিদ্দিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে আবু বকর। এ ঘটনায় শুভ দাশ, শাহ আমানত শিশির ও রহমানসহ আরও কয়েকজন জড়িত বলে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি।
গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ডবলমুরিং থানার মোগলটুলী হাজী ইয়াছিন আলী সড়কের জাকিরুল হকের ছেলে। তিনি ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ শাখার সহ সম্পাদক।
- বিষয় :
- অপহরণ
- ডবলমুরিং থানা