ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২১ | ০৩:০৪

নওগাঁর বদলগাছীতে সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে বদলগাছী থানায় মাদকসহ গ্রেপ্তারদের সোর্পদ করার পর র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দাযের করে। দুপুরেই গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার বাগড়া গ্রামের বাসিন্দা আলম মিয়া (৩৮) ও কামাল হোসেন(৩০) এবং একই জেলার লালমাই থানার উৎসবপদুয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম(৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ হতে ৫টি মোবাইল সেট. সিম কার্ড, নগদ টাকা  উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মারুফ হোসেন খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

আরও পড়ুন

×