ফতুল্লায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

আটক মো. নিশাত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২১ | ০৭:৪৫ | আপডেট: ২১ জুন ২০২১ | ১১:৫৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় আনোয়ার হোসেন (৩৯) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতের এ ঘটনায় জড়িত সন্দেহ মো. নিশাত (২৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশাত কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে ফতুল্লার নন্দলালপুর এলাকায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। নিহত আনোয়ার চাঁদপুরের কচুয়া থানার আশ্রাবপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমানুর বলেন, আদালতে নিশাত বলেন যে, ঘটনার সময় তারা ৩ জন ছিলেন। চালককে হত্যার পর ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে তার দুই সঙ্গী তাকে ফতুল্লার পেয়ারা বাগানে জোর করে নামিয়ে দিয়ে যায়।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ইজিবাইক ছিনতাই