পাটকল চালু ও শ্রমিকদের পাওনা আদায়ে ঢাকায় সমাবেশ

ছবি: ফাইল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২১ | ০৯:১৬
রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, বদলি-দৈনিক ভিত্তিক ও নামের ভুলে বঞ্চিত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আগামী ২ জুলাই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করতে নাগরিক পরিষদ-খুলনা জেলার এক আলোচনা সভা সোমবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সঞ্চালনা করেন সদস্য সচিব এসএ রশীদ।
সভায় ২ জুলাইয়ে সমাবেশে যোগদান ও সাফল্যের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এ সময় বক্তব্য দেন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, গণসংহতি আন্দোলন-খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচএম শাহাদাৎ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খুলনা জেলা সভাপতি আবদুল করীম প্রমুখ।