ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাঁদা না পেয়ে শিল্প প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৮

চাঁদা না পেয়ে শিল্প প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৮

থানায় গ্রেপ্তাররা। ছবি: পুলিশের সৌজন্যে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০৮:৪১

নারায়ণগঞ্জের বন্দরে একটি শিল্প প্রতিষ্ঠানে দাবিকৃত চাঁদা না পেয়ে ভাঙচুরের অভিযোগে ৮ তরুণ ও কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত সুরুজ মিয়া স্পিনিং মিলে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে তারা ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আখলাকুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে শনিবার সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এরপরেই উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, মো. সাগর (১৯), মো. ফয়সাল (২২), মো. রবিন (২০), মো. রবিউল (১৮), মো. ইয়াসিন (১৮), জিতু মিয়া (১৯), সাবেন মিয়া (২৭) ও হাসেম মিয়া (২৫)।

মামলায় আখলাকুর রহমান উল্লেখ করেন, শুক্রবার দুপুরে শ্রমিকরা মধ্যাহ্ন ভোজের সময় কারখানা থেকে বের হওয়ার সময় বিবাদীরা তাদের মারধর করেন। পরে মিলের নিরাপত্তা প্রহরী ও কর্মকর্তারা এসে তাদের সরিয়ে দেয়। এরপর দুপুর ৩টার দিকে বিবাদীরা এসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে নিরাপত্তা প্রহরীদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে মিলের ভেতর প্রবেশ করে ২ লাখ টাকার সুতার ব্যান্ডেল নষ্ট করে।

বন্দর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোসাদ্দেক হোসেন ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×