ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২১ | ০৮:৫৭

নোয়াখালীর চাটখিলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ মৃধা (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

রোববার দুপুরে পৌরসভার বদল কোর্ট সড়ক এলাকার হামিদিয়া ইলেক্ট্রিক দোকানে গিয়ে চাঁদা দাবি করেছিলেন তিনি।

আটক সোহাগ ফরিদপুর জেলার বোয়ারমারি থানার দুর্গাপুর গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে। তিনি একটি কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করেন এবং চাটখিলের দশগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সকাল থেকে চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দোকানির কাছে ট্রেড লাইসেন্স দেখতে চান সোহাগ। দোকানি ট্রেড লাইসেন্স দেখানোর পর সে জানায় এটা ডিজিটালাইজড করা নেই বলে ব্যবসায়ীকে জরিমানা দিতে হবে। এ সময় সোহাগের কথাবার্তায় সন্দেহ হলে ব্যবসায়ী কৌশলে তাকে দোকানে বসিয়ে রেখে চাটখিল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে আটক করে থানায় নেয়।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

আরও পড়ুন

×