শৈলকুপায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ২৩:৪১
ঝিনাইদহের শৈলকুপায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নিজ বাড়িতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- উপজেলার বেরবাড়ি গ্রামের সামসুল মোল্লা (৭৫) ও ফুলহরি কাজিপাড়া গ্রামের সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম জানান, শুক্রবার ভোরে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
- বিষয় :
- করোনা উপসর্গে মৃত্যু
- শৈলকুপা