মাধবদীতে কাভার্ড ভ্যান উল্টে নিহত ২

প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ০৭:১৭
নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে রিকশা চালক সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাজিরচর গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে একটি রিকশা অবস্থান করছিল। এ সময় নরসিংদীগামী একটি কাভার্ড ভ্যান কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রিকশার ওপরে পড়ে যায়। এসময় উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের চাপায় রিকশার চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের দল ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবদী থানার উপ পরিদর্শক মো. মাহবুবুল হক রনি দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।